প্রকাশিত: Fri, May 19, 2023 4:37 AM
আপডেট: Fri, May 9, 2025 3:01 PM

জীবনে যে ৭টি আফসোস রাখবেন না

মিশু চৌধুরী : জীবনে যে ৭টি আফসোস রাখবেন না:  [১] নিজের চেহারা কিংবা গায়ের রংয়ের জন্য আফসোস রাখবেন না। [২] অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। [৩] প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন, আল্লাহ্-ই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। [৪] নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। [৫] নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি।
[৬] মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী। [৭] ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না। কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন। ফেসবক থেকে